ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভারতে বহুতুল ভবনধসে ১২ জনের মৃত্যু 

প্রকাশিত : ১৬:৩২, ১৬ জুলাই ২০১৯ | আপডেট: ১৬:৪৫, ১৬ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

ভারতের মুম্বাইয়ে একটি চারতলা ভবন ধসে ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ডোংরি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।  

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ওই ভবনে ৪০ থেকে ৫০ জন ছিলেন। তারা সকলেই ওই ধ্বংসস্তুপে আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী (এনডিআরএফ)। আটকে পড়া বাসিন্দাদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।  

এনডিআরএফ’র সাথে পুলিশও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই আশপাশের ভবনগুলোয় থাকা লোকদের সরিয়ে নেয়া হচ্ছে। 

সরু গলি হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ হতে হচ্ছে উদ্ধারকর্মীদের। স্থানীয়রা নিজ উদ্যোগে প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

স্থানীয় কয়েকজন যুবক জানান, ভবনটি ধসের সময় বিকট শব্দ হতে থাকে। মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। ধসের সময় ভেতরে থাকা লোকজন চিৎকার করছিল বলে জানান তারা। 

সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক এ শহরটিতে বেশ কয়েকবার ভবন ধসের ঘটনা ঘটলো। যেখানে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে।  

সূত্র: আনন্দবাজার

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি